BANGLADESH এর নামের অর্থ কি?

বিশ্বের একটি স্বাধীন ভূখন্ডের নাম বাংলাদেশ। সালাম, রফিক, জব্বার, বরকত রক্ত দিয়েছে বাংলা ভাষার জন্য। বিশ্বের বুকে নতুন ইতিহাসের জন্ম দিয়েছিল তারা। বিশ্বে একমাত্র বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া জাতি বাঙালি জাতি।

ভাষা তো রক্ষা হলো এবার আন্দোলন ভূখন্ডের জন্য। শুরু হলো ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহিদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর একটি স্বাধীন ভূখন্ডের জন্ম হলো। নাম তার বাংলাদেশ। আমরা বাঙালি জাতি, গর্বিত জাতি। নিজেদের গর্ব করার মতো একটি দেশের নাগরিক আমরা। পরাধীনতার শিকল ছিঁড়ে রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ।

এ দেশের প্রকৃতি-সৌন্দর্য, পাহাড়-পর্বত, নদী-নালা, খাল-বিল আর বিশ্বের সর্ব দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করে। বগুড়ার মহাস্থানগড়, নাটোরের চলনবিল, রাজশাহীর পদ্মার পাড়, বান্দরবানের নীলাচল, খাগড়াছড়ির শ্যাজেক ভ্যালি, নওগাঁর পাহাড়পুর দেখে মনে হয় এ দেশে জন্মে আমরা গর্বিত। বিশ্ববাসী এ দেশকে দেখে প্রশংসা করে, প্রশংসা করে লাল-সবুজের পতাকার। আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

BANGLADESH এর নামের অর্থBANGLADESH নামের খুব সুন্দর একটি অর্থ রয়েছে। যদিও বিষয়টি অফিশিয়াল না কিন্তু বাংলাদেশের নামের এমন সুন্দর অর্থ সবার জেনে রাখা প্রয়োজন।

“BANGLADESH এর অর্থঃ-
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)

*অর্থাৎ রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি,
প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি”

ইন্টারনেটে প্রায় দেখে থাকেন “আপনার কানেকশন নিরাপদ নয়” এর অর্থ কি?