বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এবার ভুটানে চালু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরই বাংলাদেশেও চালু হতে পারে এই সেবা।
স্টারলিংক কোথায় পাওয়া যাচ্ছে?
স্পেসএক্সের স্টারলিংক বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, মঙ্গোলিয়া, ইউরোপের বিভিন্ন দেশ এবং এখন ভুটানেও সেবা দিচ্ছে। স্টারলিংক মূলত লো-অরবিট স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বের দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
বাংলাদেশে স্টারলিংকের আগমন
বর্তমানে বাংলাদেশে স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। তবে এটি চালুর বিষয়ে কার্যক্রম চলছে। দ্য হিন্দু-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংক কয়েক বছর ধরে বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে। গত বছর সংস্থাটির একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সঙ্গে বৈঠক করেছে।
স্টারলিংকের বৈশিষ্ট্য
- কৃত্রিম উপগ্রহ-নির্ভর ইন্টারনেট
- উচ্চগতির ও লো-লেটেন্সি কানেকশন
- দুর্গম ও গ্রামীণ এলাকাতেও সহজে ব্যবহারযোগ্য
- বিশ্বের ৫০টির বেশি দেশে সেবা চালু
২০২৪ সালের মধ্যেই বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।
Realme C75x: দুর্দান্ত ফিচারের সঙ্গে 24GB RAM এর শক্তিশালী স্মার্টফোন!
আপনার মতামত দিন: স্টারলিংক আসলে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবার মানে কী পরিবর্তন আসবে? কমেন্টে জানান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।