আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, নির্বাচনের আগে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা আসার পর ভিসা যেসব দেশের নাগরিকরা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


