মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। যে কারণে ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমাদের পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে বাংলাদেশে আক্রমণের হুমকি দিচ্ছে। কেবল তাই নয়, তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। কারও কাছে মাথা নত করব না। আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা আর কোনোদিন এ দেশে ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করতে দেব না। এ বিষয়ে সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে। কারো কাছে মাথা নত না করার শপথ নিতে হবে। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।
এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়, ছাত্র-জনতা ১৫ বছর প্রাণ দিয়েছে। তাদের এই প্রাণ বিসর্জনের উদ্দেশ্য একটাই সুন্দর বাংলাদেশ গড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।