২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটায়। 

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা

প্রোটিয়াদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে আগে বোলিং করবে বাংলাদেশ দল

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাইডেন মারক্রাম।

বাংলাদেশ পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকলেও দক্ষিণ আফ্রিকা আছে বেশ ভালো অবস্থানে। দুই দলই এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনটি ম্যাচে, হেরেছে একটি। আবার বাংলাদেশ একটি ম্যাচে জিতেছে, বাকি তিনটি ম্যাচই হেরেছে। প্রোটিয়ারা পয়েন্ট টেবিলের তিনে থাকলেও বাংলাদেশের অবস্থান তাই ৭ম।

বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। অধিনায়ক সাকিব আল হাসান চোট কাটিয়ে ফিরেছেন একাদশে, বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। প্রোটিয়াদের একাদশেও পরিবর্তন একটি। লুঙ্গি এনগিডির জায়গায় সুযোগ পেয়েছেন লিজাড উইলিয়ামস। 

zoombangla

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাড়ির পূজায় রানীর ধুনুচি নাচের ভিডিও ভাইরাল

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যানড্রিক্স, রাসি ভন ডার ডুসেন, অ্যাইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।