জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারে। সীমান্তে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ার কারণে দুই দেশের মাছ ব্যবসায়ীরা কয়েক কোটি রুপির ক্ষতির সম্মুখীন। তারা কীভাবে এ পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না।
এর পাশাপাশি এবারের পুজোয় পদ্মার ইলিশ এপারের বাঙালির পাতে পড়বে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গ। গতকাল হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছভর্তি ট্রাক ঢোকার কথা থাকলেও একটাও ট্রাক আসেনি।
২৪ ঘণ্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ কার্যালয়ে যোগদানের নির্দেশ
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে ১০টি ট্রাকে প্রায় ৮০০ টন পাবদা, পারশে, ভেটকি, টেংরা, পমফ্রেট এবং অন্যান্য মাছ আমদানি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।