বিনোদন ডেস্ক : বাংলাদেশে শাকিব খানকে ঢালিউড কিং অথবা ঢালিউড সুপারস্টার বলা হয়। এ বিষয়ে অবগত ভারতীয় গণমাধ্যমও। সম্প্রতি প্যান ইন্ডিয়ান সিনেমার শুটিং করতে মুম্বাই গেছেন শাকিব। আর সেখানেই নতুন এক তকমা পেলেন অভিনেতা।
মুম্বাইতে ‘দরদ’ সিনেমার সংবাদ সম্মেলনে শাকিব খানকে ‘বাংলাদেশের শাহরুখ’ বলে সম্বোধন করা হয়।
এ সময় শাকিব খান হাসিমুখে বলেন, ‘না না, তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অ্যাক্টর। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সঙ্গে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সঙ্গে আমাকে তুলনা করে।’
এ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, ‘আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদের সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকের এই আমি। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সব সময় আমার সঙ্গে থাকে।’
‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।
শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। সাইকো রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা ‘দরদ’। এটি মুক্তি পাবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।