জুমবাংলা ডেস্ক : সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেটে রয়েছে ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্প— এমন তথ্য জানিয়েছেন ডাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন তিনি। দাবি করেন, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। গত ১০ দিনে সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজারবার সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে। এর প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে।
জুনাইদ আহমেদ পলক আরও জানান, ভুল কিংবা মিথ্যা কনটেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে ইমেইলে জবাব দিয়েছে টিকটক। আগামীকালের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখা দিতে বলা হয়েছে।
তলবে সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব, ব্যাখ্যা দিতে চায় টিকটক : পলক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েকদিনে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে দিতে আইসিটি মন্ত্রণালয় প্রণোদনা দিতে সুপারিশ করবে বলেও জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।