জুমবাংলা ডেস্ক : প্রতি বছর ঈদ আসলেই নতুন নোটের চাহিদা বেড়ে যায়। তবে এবার নতুন টাকা ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। এই সুযোগে ঈদুল ফিতরকে সামনে রেখে বেড়ে গেছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য। নতুন নোটের বান্ডেল প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। যদিও টাকার বিনিময়ে টাকা বিক্রি করা অবৈধ, তবে এটি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Table of Contents
মতিঝিলে নতুন নোটের বেচাকেনা
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচে গিয়ে দেখা যায়, ১০ টাকার একটি বান্ডেল ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দাম নেওয়ার বিষয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেক বিক্রেতা সটকে পড়েন।
কেন নেই নতুন নোট?
চলতি বছরে নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বাজারে যে নতুন নোট দেখা যাচ্ছে, তা মূলত দুই বছর আগের সংরক্ষিত নোট। গুলিস্তান ও মতিঝিলের ব্যবসায়ীরা ৫ টাকার বান্ডেলে দেড়শ টাকা বেশি, ১০ টাকার বান্ডেলে ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছেন। ৫০ ও ১০০ টাকার বান্ডেলের দামও দ্বিগুণ বেড়েছে।
বিশেষজ্ঞদের মতামত
নতুন নোটের অতিরিক্ত দাম নেওয়া অবৈধ উল্লেখ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “একটি ১০ টাকার নোট পুরোনো বা নতুন যাই হোক না কেন, তার মূল্য ১০ টাকাই থাকা উচিত। কিন্তু যদি ১২ টাকা দিয়ে ১০ টাকার নতুন নোট কিনতে হয়, তাহলে এটি স্পষ্টতই অবৈধ।”
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য
নতুন নোটের বেআইনি কেনাবেচা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। তিনি বলেন, “সরকারি নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে নতুন টাকা ছাড়া বন্ধ রয়েছে। বাজারে যে নতুন নোট দেখা যাচ্ছে, সেগুলো বিভিন্ন সময়ে ব্যক্তি পর্যায়ে সংরক্ষিত ছিল।”
প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন
নতুন নোট বেশি দামে বিক্রির চক্র নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একা কিছু করতে পারবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা জরুরি। অন্যদিকে, নতুন নোটের নিয়মিত বিক্রেতারা দাবি করেছেন, মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেওয়ায় তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।