জুমবাংলা ডেস্ক : ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা ঋণ পরিশোধে ৮ বছর সময় পাবেন। ২০২২ সালে বিলম্বে ঋণ পরিশোধের শর্তে যেসব ব্যবসায়ী পণ্য আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন, শুধু তাঁরাই এই সুযোগ পাবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।
ডলারের দাম বাড়লে আমদানি করা পণ্যের খরচও বেড়ে যায়। বাংলাদেশ তেল, গ্যাস, কাঁচামাল এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে ডলারের উপর নির্ভরশীল। ফলে ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়ে এসব পণ্যে।
এদিকে, মূলধন ঘাটতির কারণে ব্যাংকের দায় পরিশোধ করতে না পারায় খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে আমদানিনির্ভর প্রতিষ্ঠানগুলোর। তাই, এবার ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।
মূলত ২০২২ সালে যেসব ব্যবসায়ী বিলম্বে ঋণ পরিশোধের শর্তে আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন, শুধু তারাই এ সুযোগ পাবেন। দুবছর আগে ডলারের আন্তঃব্যাংক বিনিময় মূল্য ছিল ১০৬ টাকা যা এখন ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানির জন্য খোলা ঋণপত্রের ক্ষেত্রে বিনিময় হারের বিপরীতে ক্ষতির মোট পরিমাণ সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে।
তবে কোনো খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। সুবিধা পেতে ব্যবসায়ীদের আগামী ৩১ মার্চের মধ্যে নিজ নিজ ব্যাংকে আবেদন করতে হবে। এ ছাড়া, গ্রাহক ডলারের বিনিময় হারের কারণে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগও এ সংক্রান্ত নথি যাচাই করবে। এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনোভাবে লঙ্ঘন করা যাবেনা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোভিডের দীর্ঘমেয়াদি প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো কাঁচামাল আমদানিতে ক্ষতির সম্মুখীন হয়েছে।
এই পরিস্থিতিতে আমদানিনির্ভর শিল্পসহ যেসব শিল্পপ্রতিষ্ঠানের পণ্যের বিক্রয়মূল্য সরকার নির্ধারণ করে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি ঠিক রাখতে নতুন এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
এর ফলে খাদ্যপণ্য আমদানিকারকদের অনেকে এই সুবিধা পাবেন। কারণ, তেল, চিনিসহ নানা পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।