জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণবার উদ্ধারের ঘটনায় দুবাই থেকে আসা উড়োজাহাজটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে আতিয়া সামিয়া নামে এক বিমানযাত্রীর কাছ থেকে স্বর্ণবার উদ্ধারের পর বিকেলে উড়োজাহাজটি জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
চট্টগ্রামে বিমানবন্দরে স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান জব্দের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিমানটি জব্দ করা হলেও এটি চালাচলে বাধা নেই বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, চোরাচালানের পণ্য বহন করায় কাস্টমস আইন অনুযায়ী এ উড়োজাহাজটি জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।