বাংলাদেশ এখন নিজেদের টাকায় চলতে পারে : এলজিআরডি মন্ত্রী

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বাস্তবায়ন করেছেন। যারা এক সময় বাংলাদেশকে কটাক্ষ করেছে, তারা দেখুক, বাংলাদেশ এখন নিজের টাকায় চলতে পারে। এত উন্নয়ন দেখে বিএনপির এখন জ্বালাপোড়া শুরু হয়েছে। তাই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেসব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের প্রাঙ্গণে উপজেলা পরিষদ ভবন ও এলজিইডি, লাকসাম উপজেলা এবং পৌরসভাধীন বিভিন্ন অবকাঠামোর ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় থাকাকালে হত্যাযজ্ঞে মেতে ওঠে বিএনপি। বাংলাদেশ তখন সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছিল।’

২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক চালু করেন। যার কারণে দেশে স্বাস্থ্য সেবার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেন। যার সুফল ভোগ করছে পুরো দেশবাসী।

লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা আনসার কমান্ডার শাহেদুল ইসলাম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকীসহ অন্যরা।