জুমবাংলা ডেস্ক : কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পল থপিল তাঁর সফরে কানাডার শীর্ষস্থানীয় কিছু কোম্পানির সিনিয়র নির্বাহীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাকটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস।
বৈঠকে পল থপিল বলেন, “আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় আস্থা রাখি। এ কারণেই আমি আমার সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধিদের এনেছি। আমরা কানাডা ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী।”
তিনি ড. ইউনূসের নেতৃত্বে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে বলেন, “আপনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন এবং একটি দক্ষ উপদেষ্টা দল গঠন করেছেন। আমরা ইতোমধ্যেই এর ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি। আপনার সরকারের এই উদ্যোগগুলো বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে এবং কানাডা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস উত্তরে বলেন, “আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। যা পেয়েছি, তা অনেকটাই দুর্যোগের মতো—প্রায় ১৫ বছরের দীর্ঘ এক ভূমিকম্প। কিন্তু আমরা ধীরে ধীরে তা থেকে ঘুরে দাঁড়াচ্ছি এবং সংস্কারের পথে এগিয়ে চলেছি। এই পথে এগিয়ে যেতে আমাদের পাশে আপনাদের মতো বন্ধু দরকার।”
তিনি কানাডিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, “বাংলাদেশ শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং আঞ্চলিক রপ্তানি হাবে পরিণত হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে।”
ড. ইউনূস আরও বলেন, “আপনারা বাংলাদেশে বিনিয়োগ করে পণ্য উৎপাদন করতে পারেন এবং এখান থেকে বিশ্বের অন্যান্য বাজারে পুনরায় রপ্তানি করতে পারেন। আমরা আমাদের জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। বাংলাদেশে কানাডাকে সব সময় স্বাগত জানানো হবে।”
বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
কানাডীয় প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশনস ব্র্যাড কোলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার দক্ষিণ এশিয়া প্রধান লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাকটিভওয়্যারের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-এর গ্লোবাল সেলস ভাইস প্রেসিডেন্ট টনি র্যাডফোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।