বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের ওয়েবসাইটে (bsl.org.bd) প্রবেশ করে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘হ্যাকড বাই রেজিস্ট্যান্স।’
সেখানে আরও লেখা রয়েছে, ‘এটি এখন আর কোনো প্রতিবাদের আন্দোলন নয়, এটি যুদ্ধ।’
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। তবে, ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চত হওয়া যায়নি।
বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে সারা দেশেই পুলিশ-ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ উত্তরায় ৪ জন মারা গেছেন।
এদিকে, আজ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনরতদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে এখন পর্যন্ত এই আলোচনায় আন্দোলনকারীরা আগ্রহী কিনা তা নিশ্চিত করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।