জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে একটি পোস্ট দেয়।
এতে বলা হয়, বাংলাদেশ সৌদি-ইয়েমেন সীমান্তে অবস্থানরত সৌদি নেতৃত্বাধীন জোট গঠনকারী বাহরাইন সেনাদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। এ হামলার ফলে সৈন্যদের প্রাণহানি ও আহত হয়।
অপরদিকে, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ।
বাহরাইনের সামরিক কমান্ড ২৫ সেপ্টেম্বর সৌদি- ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায় ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন অভিযোগ করে। আহত হন আরও কয়েকজন।
তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুথিরাই চালিয়েছে। যারা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে। অবশ্য, ড্রোন হামলার ঘটনায় এখনও দ্বায় স্বীকার করেনি হুতি।
বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেন যুদ্ধে ইরানপন্থি হুথি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে।
ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুথিদের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল। আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনা নিহতে শান্তি আলোচনায় কোনও প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সম্পাদনা: তারিক আল বান্না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।