স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চলমান অনানুষ্ঠানিক টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দলে নেই আফিফ হোসেন ধ্রুব। বাদ নয়, নিজেই ছুটি নিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির একটি সূত্র। এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ জাতীয় দল।
টেস্ট দল ও আফিফ
যে কারণে নেই আফিফ: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম ম্যাচে ড্র করেছে আফিফের নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা। সে ম্যাচ চলাকালীন তৃতীয় টেস্টের জন্য আফিফকে ছাড়াই দল ঘোষণা করে নির্বাচক প্যানেল।
কিছুদিন আগে জাতীয় দল থেকে বাদ পড়েন আফিফ। এবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষেও খুলনার এই তরুণ দলে না থাকায় ক্রিকেটপাড়ায় আকস্মিক সমালোচনার তৈরি হয়। যদিও বিসিবির ওই সূত্রের দাবি, বিশ্রামের জন্য ছুটি চেয়েছিলেন আফিফ। তার পরিবর্তে তৃতীয় টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন জাকির হাসান।
যত টাকা পাচ্ছে বাংলাদেশ: টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২১ চক্রে এক লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় চক্রেও সমান প্রাইজমানির ব্যবস্থা করেছে আইসিসি। যথারীতি ৩৮ লাখ ডলার ভাগ করে নেবে অংশগ্রহণকারী নয়টি দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ৭ জুন ওভালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসন্ন ম্যাচের জয়ী দল পাবে ১৮ লাখ ডলার। রানার্সআপ দলকে দেওয়া হবে আট লাখ ডলার। অন্যদিকে ম্যাচ ড্র হলে সমান ১২ লাখ ডলার করে পাবে উভয় দল।
তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ হয়েছে ইংল্যান্ড। সাড়ে তিন লাখ ডলার পাবে ক্রিকেটের জন্মভূমির দলটি। পাঁচ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। তালিকার ছয়, সাত, আট এবং নয়ে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। টাইগারদের মতো এরা সবাই পাবে এক লাখ ডলার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।