বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্টের টিকিটের মূল্য প্রকাশ

bd-sa

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টের টিকিটের মূল্য শনিবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

bd-sa

আগামী সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য ১শ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজায়, ভিআইপি স্ট্যান্ড ৫শ, ক্লাব হাউস ৩শ, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২শ এবং ইস্টার্ন স্ট্যান্ড ১শ টাকায় বিক্রি হবে।

২০ অক্টোবর সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে টিকিট পাওয়া যাবে।

২০১৫ সালের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এটা দক্ষিণ আফ্রিকার প্রথম সফ। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।