স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল। এই ম্যাচে নামার আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিলেন স্বাগতিক অধিনায়ক মিচেল স্যান্টনার।
আজ ট্রফি উন্মোচনের পর সংবাদ মাধ্যমকে স্যান্টনার বলেন, ‘ওয়ানডে সিরিজ অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে। পিচে কিছুটা সহায়তা ছিল হয়ত, তবে তারা অনেক ভালো জায়গায় বোলিং করেছে। জয়টাও তাদের প্রাপ্য ছিল।
আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে।’
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হওয়া বাংলাদেশ দল শেষ ওয়ানডেতে কিউইদের উড়িয়ে দেয়। ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে সফরকারীরা। সিরিজ শুরুর আগে স্বাগতিক অধিনায়ক মনে করেন, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কতটা মানসম্পন্ন দল তারা।
স্যান্টনার বলেন, ‘আসলে আমরা ভালো একটি দলের বিপক্ষে খেলেছি সেদিন। তারা দেখিয়ে দিয়েছে কতটা প্রতিদ্বন্দ্বিতা তারা গড়তে পারে। সিরিজে মাঠে নামার আগে আমরা জানতাম বাংলাদেশ অনেক মানসম্পন্ন একটি দল। তারা সেদিন দারুণ খেলেছে। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই অসাধারণ ছিল।
জয়ের কৃতিত্ব তাদেরই পাওনা।’ বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছেন বলে জানালেন স্যান্টনার, ‘এই সিরিজ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যা আছে সেখানেই আমাদের খেলতে হবে। এখানে বাংলাদেশের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আশা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।