স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ ২-১ গোলে পাকিস্তানকে হারায়। ফাইনালে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর ট্রফি জয়ের মিশনে নামবে দুই দল।
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুরুতে গোল করে এগিয়ে যায়। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ম্যাচের ৬ মিনিটে পাকিস্তান এগিয়ে যায়। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান।
১৩ মিনিটে বাংলাদেশের একজনের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। ডান প্রান্ত থেকে সতীর্থের ভাসানো বলে মুর্শেদ আলি ডিফেন্ডারদের মাঝে হেডে জড়িয়ে দেন জালে।
২৮ মিনিটে পাকিস্তানের একজনের কর্নার থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। প্রতি আক্রমণ থেকে আবার বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের দারুণ এক পাসে আবু সাইদ বক্সের ভেতরে পেয়ে প্লেসিং করে দিয়ে উচ্ছ্বাসে মাতেন।
বিরতির পর ম্যাচে উত্তেজনা কম ছিল না। গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় তৃতীয় গোল পাওয়া হয়নি। পাকিস্তানও পারেনি ম্যাচে ফিরতে। ২-১ এর স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।