বিনোদন ডেস্ক : সব আয়োজন সম্পন্ন করেও ফ্রান্সের ভিসা পেলেন না বিএফডিসি সংশ্লিস্ট টিমের কেউ। যদিও স্টল আগেই নেওয়া হয়েছে, পড়ে আছে ফাঁকা। কারণ, সংশ্লিষ্টরা ভুগছিলেন জিও (গভর্মেন্ট অর্ডার) জটিলতায়। অবশেষে টিকেট কেটে, জিও নিয়ে ফ্রান্স দূতাবাসে দাঁড়ালেও ভিসা হয়নি কারও। পরিকল্পনা ছিল ভিসা হাতে নিয়েই উড়োজাহাজে উঠবেন সংশ্লিষ্টরা। কিন্তু সেটা হলো না। দলের অন্যতম সদস্য নায়ক-নেতা জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেন।
ভিসা পেলেও ঢাকা থেকে নিস (কান শহরের বিমানবন্দর) এসে জায়েদ খানরা পৌঁছাবেন ২৪ মে ফ্রান্সের স্থানীয় সময় বেলা ৩টার কিছু আগে-পরে। এরপর পালে দে ফেস্টিভ্যাল ভবনে প্রবেশের জন্য তাদের সংগ্রহ করতে হবে কান দফতরের অ্যাক্রেডিটেশন কার্ড (পরিচয়পত্র)। দুঃখজনক ব্যাপার হলো, একই দিন বিকাল ৫টায় বন্ধ হয়ে যাবে ৯ দিন ধরে চলা কান উৎসবের সিনেমার বাজার (মার্শে দ্যু ফিল্ম)। আর সেখানেই রয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নেওয়া বিএফডিসি’র স্টল।
যেটি উৎসবের ৮ দিন ধরেই পড়ে আছে ফাঁকা। ফলে, কানে এসে পৌঁছালেও বিএফডিসি প্রতিনিধি দল তাদের স্টল পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা, সন্দেহ থেকেই যায়। সম্ভবত ফ্রান্স দূতাবাস এমন বিবেচনা থেকেই শেষ মুহূর্তে ভিসা প্রদান থেকে বিরত হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।