আজ রাতেই বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য মহাজাগতিক এক নৈশদৃশ্য দেখা যাবে। বাংলাদেশের আকাশে মধ্যরাত থেকে শুরু হবে লিওনিড উল্কাবৃষ্টি, যা রাত ১১:৩৬ থেকে রাত ১:০২ পর্যন্ত দেখা যাবে। টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশেষ করে ঢাকার আকাশে এ সময় এই অসাধারণ দৃশ্য উপভোগ করা সম্ভব হবে।

আমেরিকান মেটিওর সোসাইটি’র ফায়ারবল রিপোর্ট সমন্বয়কারী রবার্ট লান্সফোর্ড জানান, অন্যান্য উল্কাবৃষ্টির তুলনায় লিওনিড উল্কাবৃষ্টি খুব ভালোভাবে দেখা যাবে। এই উল্কাবৃষ্টির মূল ধূমকেতুর নাম ৫৫পি/টেমপেল-টাটল। ধূমকেতুর ছোট আকৃতির ধ্বংসাবশেষের কারণে পৃথিবী মাত্র অল্প সময়ের জন্য তার মধ্য দিয়ে অতিক্রম করে, তাই এই উল্কাবৃষ্টির সময়কাল স্বল্প।
রবার্ট লান্সফোর্ড আরও জানান, এই উল্কাগুলোকে ‘আর্থ গ্রেজার’ বলা হয়, অর্থাৎ এগুলো স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে আকাশে দেখা যাবে এবং আকাশের বড় অংশজুড়ে দৃশ্যমান হবে। আবহাওয়া পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা দেখা যেতে পারে। তবে বেশির ভাগ উল্কাপাত দিগন্তের নিচে ঘটবে।
লিওনিড উল্কাবৃষ্টি মাঝে মাঝে বিশাল উল্কাঝড়ের আকার ধারণ করে থাকে। এর সময় প্রতি ঘণ্টায় হাজার হাজার উল্কা আকাশে পড়ে, যা ‘উল্কাঝড়’ নামে পরিচিত। সর্বশেষ লিওনিড উল্কাঝড় হয়েছিল ২০০২ সালে। ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঝড়টি হয়েছিল ১৯৬৬ সালে, যখন প্রতি সেকেন্ডে প্রায় ৪০টি উল্কাপাত হতে দেখা গিয়েছিল।
রবার্ট লান্সফোর্ড জানান, পরবর্তী বড় লিওনিড উল্কাবৃষ্টি বা উল্কাঝড় ২০৩৩ সালে হবে। কারণ ধূমকেতু ৫৫পি সূর্যের নিকটতম বিন্দুতে পৌঁছানোর সময় এ ধরনের উল্কাবৃষ্টি বেড়ে যায় এবং এটি প্রতি ৩৩ বছর অন্তর ঘটে।
আকাশ পরিষ্কার থাকলে আজ মধ্যরাতে বাংলাদেশের আকাশে চোখ রাখুন, কারণ লিওনিড উল্কাবৃষ্টি চোখ জুড়ানো এক মহাজাগতিক অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



