বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:সাড়ে তিন বছর অপেক্ষার পর রবিবার (২০ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র অনুমতি পেয়েছে অ্যাপভিত্তিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ইকো-ট্যক্সি সেবা ‘বাঘ’। গাড়িটি দেশের বাজারে উৎপাদন ও বাজারজাত করবে বাঘ ইকো মোটরস লিমিটেড।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পি জানিয়েছেন, সাড়ে তিন বছর অপেক্ষার পর রবিবার (২০ মার্চ) বাংলাদেশের ব্র্যান্ড ‘বাঘ’কে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে। দেশে এই প্রথম বৈধতা পেলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার। বাংলাদেশের মানুষ দেখবে ‘মেড ইন বাংলাদেশ’ বিশ্বমানের একটি বাহন বানিয়েছে। এখন বড় পরিসরে উৎপাদন শুরুর পালা। এপ্রিলে দেশের রাস্তায় এখন থেকে দাপিয়ে বেড়াবে পরিবেশবান্ধব বাহনটি।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আরো জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা এই গাড়িটি বিদ্যুৎ সাশ্রয়ী। গাড়িতে চার্জের বিদ্যুৎ ব্যয় কমবে। আগে যেখানে প্রতি ইউনিটে খরচ হতো ১৭ টাকা, বাঘ-এ হবে ৭ টাকা। কিলোমিটার প্রতি খরচ পড়বে ৪০-৪৫ পয়সা। একবার চার্জে চলবে ১২০ কিলোমিটার। সৌরবিদ্যুতে চলবে আরও ২৫ থেকে ৩০ কিলোমিটার। ব্যাটারিতে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি। এছাড়া সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে দুই বছর। শব্দহীন গাড়িটি প্রথম পক্ষ কর্তৃক বিমাকৃত থাকবে।
এরই মধ্যে ঢাকার গাজীপুরের কারখানায় পরীক্ষামূলক কিছু ‘বাঘ’ তৈরি হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এটি রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন তিনি।
পেট্রোল ও ইলেকট্রিক দুই উপায়ে চলবে এই বাজাজ অ্যাভেঞ্জার বাইক, জেনে নিন বিস্তারিত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।