নিউজিল্যান্ড ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তাসকিন আহমেদ। ধারণা করা হচ্ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি। তবে প্রোটিয়াদের বিপক্ষেও খেলা হচ্ছে না ডানহাতি পেসারের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি খোলাসা করেছেন।

বিশ্বকাপের শুরু থেকেই নিজের সেরা ফর্মে নেই তাসকিন আহমেদ। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে বল করেন ছয় ওভার করে, আর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৮ ওভার। তিন ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন কেবল দুবার। এর মধ্যেই চোটে ছিটকে গেছেন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ থেকে।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। চার ম্যাচের তিনটিতে জিতে বেশ সুবিধাজনক অবস্থায় আছে টেম্বা বাভুমার দল। অন্যদিকে চার ম্যাচের তিনটিতে হেরে চাপে আছে সাকিব আল হাসানের বাংলাদেশ।

রোববার দলের সঙ্গে অনুশীলনে থাকলেও বোলিং করেননি তাসকিন। ম্যাচের আগের দিন মুম্বাইতে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন তাসকিনের না থাকার কথা। বলেছেন, ‘কালকের ম্যাচে সে (তাসকিন) থাকছে না। আশা করছি, পরের ম্যাচ থেকে সে ফিট থাকবে। তার কাঁধে কিছুটা অস্বস্তি রয়েছে। দুই ম্যাচ ধরে সে ভুগছে। তাই চিকিৎসক-ফিজিও সিদ্ধান্ত নিয়েছে, সে যদি দুই ম্যাচ বিশ্রামে থাকে তাহলে শেষ ৪ ম্যাচের জন্য সে ফিট থাকবে। ওই ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

‘তাসকিন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা তাকে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে হারাতে চাই না। আমাদের হাতে তার জায়গা নেওয়ার মতো বিকল্পও নেই। তাই আপাতত বিশ্রাম দিয়ে শেষ ৪ ম্যাচে তাকে পাওয়ার আশা করছি।’