স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রায় এক মাসের সফর। পূর্ণাঙ্গ এই সিরিজের শুরুর দিকে রোহিত শর্মারাই এগিয়ে ছিল। ওয়ানডেতে ২-১ ব্যবধানে ম্যান ইন ব্লুরা সিরিজ জিতলেও ১-১ সমতায় শেষ হয়েছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। আর ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ভারতের জয়ে কপাল পুড়েছে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ রদবদলও হয়েছে। যেখানে পয়েন্ট টেবিলে দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজেরা।
মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। মাত্র দেড় দিনে শেষ হওয়া এই টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়েছে। টেস্ট ইতিহাসে এটিই সংক্ষিপ্ততম ম্যাচের বিশ্বরেকর্ড। এর মধ্য দিয়ে ৯২ বছর আগের বিশ্বরেকর্ড ভেঙেছে। সবশেষ ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের স্থায়ীকাল ছিল ৬৫৬ বল। সেই টেস্টে ইনিংস ও ৭২ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
এই জয়ে সিরিজে সমতার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ভারত। সবমিলিয়ে ৪ ম্যাচে দুই জয় এবং একটি করে ড্র ও হারে ২৬ পয়েন্ট রোহিত শর্মাদের। শতাংশের (৫৪ দশমিক ১৬) হিসেবে এক নম্বরে ম্যান ইন ব্লুরা।
ভারতকে জায়গা করে দিতে দুইয়ে নেমে গেছে প্রোটিয়ারা। ২ ম্যাচে এক জয় ও হারে আফ্রিকানদের পয়েন্ট ১২। যা শতাংশের হিসেবে ৫০ ভাগ।
একইভাবে পিছিয়ে তিনে নিউজিল্যান্ড, চারে অস্ট্রেলিয়া এবং পাঁচে বাংলাদেশ। তিন থাকা কিউইদের পয়েন্টও ৫০ শতাংশ। কিউইদের মতো ১২ পয়েন্ট বাংলাদেশের।
অন্যদিকে ৭ ম্যাচে চার জয়ের বিপরীতে দুই হারের স্বাদ পেয়েছে অজিরা। এক ড্রয়ে ৪২ এবং ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া।
৪ ম্যাচে দুটি করে জয় ও হার নিয়ে ২২ পয়েন্ট পাকিস্তানের। মন্থর ওভারের কারণে দুই পয়েন্ট কাঁটা গেছে দ্য গ্রিন ম্যানদের। ৪৫ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা। এরপর আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তবে দু’টি ম্যাচ খেললেও এখনও কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।