আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা সেবা। সহজে ও স্বল্প সময়ে ভিসা সেবা প্রদানের লক্ষে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে। গত বুধবার হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং পরিষেবা বাড়ানোর জন্য এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডি এন বিএইডির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ হাইকমিশন। আগামী ৬ ফেব্রুয়ারি ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু হবে।
বাংলাদেশিদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল ২, ব্লক ই, নম্বর ২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন, উইলায়াহ পারসেকুতুয়ান, কুয়ালালামপুর ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
গত ৫ জানুয়ারি কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।