বাংলাদেশ একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
টস : নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
পরীক্ষা-নিরীক্ষার সিরিজে নিউ জিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেমেছে দুই দল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় খেলাটি শুরু হবে।
মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা
নিউ জিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কি থাকবে? সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে লিটনের উত্তর, ‘রোল (ভূমিকা) জিনিসটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে।’ মাহমুদউল্লাহ সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেন গত মার্চে। অন্যদিকে সৌম্য সবশেষ ওয়ানডে খেলেন ২০২১ সালের মার্চে, ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
তামিমের ফেরা
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর অবসরই নিয়ে ফেলেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নানা নাটকীয়তায় আবার ফিরে আসেন। চিকিৎসা শেষে ছিলেন রিহ্যাবে। ফিট হয়ে ফিরেছেন নিউ জিল্যান্ড সিরিজে।
পরিসংখ্যানের পাতা
২০০৮ সালের পর ওয়ানডেতে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে কখনো হারাতে পারেনি নিউ জিল্যান্ড। এরপর সাত ওয়ানডে খেলে প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ৩৮ বার। বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে, বাকি ম্যাচগুলোতে নিউ জিল্যান্ড।
পরিসংখ্যান দুই অধিনায়কের অজানা
২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে কখনো ওয়ানডেতে হারাতে পারেনি নিউ জিল্যান্ড। এরপর সাত ওয়ানডে খেলে প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। নিজেদের এই অর্জন সম্পর্কে একেবারেই অবগত নন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। আর প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখা নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকি ফার্গুসনও জানতেন না এমন কিছু।
অতলে হারিয়ে যাওয়া সেই বিস্মৃতি মনে করতে চাইলেন না ফার্গুসন, ‘আমি জানি না (পরিসংখ্যান)। তবে সেটা মনে রাখার মতো বিষয় নয়। আমরা এখানে সিরিজ খেলতে এসেছি এবং ভালো খেলে সিরিজ জিততে চাই।’
আর নিজেদের গর্বের রেকর্ড সম্পর্কে জেনে লিটনের অবাক চাহনি থেকে বেরিয়ে আসে, ‘২০০৮ সালের পর আর খেলেনি! ২০০৮ সালে কি হয়েছে না হয়েছে ওইটা…।’
অধিনায়ক লিটনের চাওয়া শুধু জয়
সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজে নেতৃত্বে লিটন দাস। পূর্ব ইতিহাস না জানলেও তার চাওয়া শুধু জয়, ‘শেষ তিন চার বছর ধরে যেগুলো ম্যাচ খেলেছি বিশেষ করে আমাদের হোমে, আমাদের ফল খুবই ভালো। আমাদের ওই আত্মবিশ্বাস আছে, ভালো ক্রিকেট খেললে জেতার সুযোগ থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।