স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম ওয়ানডেতেও জিম্বাবুয়ের বিপক্ষে হারের মুখে বাংলাদেশ দল। সিকান্দার রাজা আর ইনোসেন্ট কায়ার জোড়া শতকে জয়ের সুবাতাস পাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
হারারেতে আজ (শুক্রবার) টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩০৩ রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটের জুটিতে ৪০ ওভার শেষেই জয়ের পথে ছুটছে সিকান্দার রাজার দল।
সামনে ৩০৪ রানের বিশাল লক্ষ্য। জিম্বাবুয়ের শুরুটা একদমই ভালো ছিল না। প্রথম ওভারেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কাট করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনলেন জিম্বাবুইয়ান অধিনায়ক রেগিস চাকাভা। ২ রান করেই ফিরলেন বোল্ড হয়ে।
এর পরের ওভারে বল হাতে নিয়ে উইকেট তুলে নেন শরিফুল ইসলামও। এবার তারিসাই মুসাকান্দা কভারে বল আকাশে তুলে দিয়ে হন মোসাদ্দেক হোসেনের সহজ ক্যাচ। ৬ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। শুরুর সেই ধাক্কা অনেকটাই সামলে নেন মেদভেরে আর ইনোসেন্ট কায়া। তাদের জুটিটা থিতু হয়ে গিয়েছিল। ৬৮ বলে ৫৬ রানের এই জুটিটি শেষতক ভাঙে রানআউটে। ১৪তম ওভারে এসে ৬২ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।
এরপরই কায়া আর সিকান্দার রাজার প্রতিরোধগড়া জুটি।সবশেষ পাওয়া খবর পর্যন্ত ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ১০৩ রান নিয়ে ব্যাটিং করছে কায়া তার সাথে ১০৫ রান নিয়ে খেলে যাচ্ছেন সিকান্দার রাজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।