স্পোর্টস ডেস্ক : জুলাইয়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারতের মেয়েরা। আগামী ৯ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ভারতের বিপক্ষে মেয়েদের পুরো সিরিজটিই সম্প্রচার করা হবে।
শনিবার (২৪ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাদেল বলেন, ‘মেয়েদের খেলা সরাসরি সম্প্রচার করা হবে। তবে কোন চ্যানেলে দেখানো হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি।’
বাংলাদেশ-ভারত সিরিজটি সম্প্রচার করা হলেও তাতে থাকছে না ডিআরএস। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘সিরিজটি সরাসরি সম্প্রচার করা হলেও তাতে ডিআরএস থাকবে না। কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হলে আম্পায়ার এবং থার্ড আম্পায়ার মিলে সিদ্ধান্ত নেবে।’
এই সিরিজ দিয়েই উইমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুই দলের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ভারতীয় মেয়েদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে মিরপুরে প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সবশেষ ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। অবশেষে সেই বহুল প্রতিক্ষার অবসান হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলের।
আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে হরমনপ্রীত করের দল। টি-টোয়েন্টি লড়াইয়ের বাকি ম্যাচ দুটি হবে ১১ ও ১৩ জুলাই। আর ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মাঠে গড়াবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।