বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের অক্ষরে লেখা : তথ্যমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, এ সম্পর্ক অবিচ্ছেদ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। ভারত আমাদের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে সেটা রক্তের অক্ষরে লেখা থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে উচ্চতায়, সে সম্পর্কের সঙ্গে অন্য কারও সম্পর্ক তুলনীয় নয়।

তিনি বলেন, চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং উন্নয়ন অংশীদার। তারা আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করেছে। তাদের অনেক কর্মচারী-কর্মকর্তারা বাংলাদেশে কাজ করছে। আমি মনে করি না রক্তের অক্ষরে লেখা সম্পর্কে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্ব বাজারে যখন জালানি তেলের মূল্য কমে আসবে তখন দেশেও সমন্বয় করা হবে।

জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী