জুমবাংলা ডেস্ক : দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ২৯ মে। এদিন মৈত্রী ও বন্ধন শুরু হলেও ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস চলবে ১ জুন থেকে। সে লক্ষ্যে মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টা থেকে ভারতগামী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হচ্ছে। শুধুমাত্র কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে এসব ট্রেনের টিকিট পাওয়া যাবে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা- কোলকাতা, খুলনা- কোলকাতা রুটে চলাচল করা ট্রেন মৈত্রী ও বন্ধন। যা আগামী ২৯ মে থেকে চালু হতে যাচ্ছে। আর ২০২১ সালে উদ্বোধন হয়ে থাকা ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করা ট্রেন মিতালী প্রথমবারের মতো ১ জুন থেকে যাত্রী পরিবহন শুরু করবে। এসকল ট্রেন চলাচলের জন্য সোমবার (২৩ মে) সংশ্লিষ্টদের নির্দেশ দেয় বাংলাদেশ রেলওয়ে। এর আগে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে পাঠানো চিঠির পরে গত ২২ মে ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৯ মে থেকে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস পূর্ব নির্ধারিত সময়সূচী ও রুট অনুযায়ী চলাচল শুরু করবে। আর ১ জুন থেকে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ভারতের পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি ও ঢাকা ক্যান্টনমেন্ট চলাচল শুরু করবে। সিদ্ধান্ত অনুযায়ী, মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে রবি ও বুধবার। আর ঢাকা থেকে ছাড়বে সোম ও বৃহস্পতিবার। নিউ জলপাইগুড়ি থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়বে আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। মিতালীর ভাড়া হবে এসি বার্থ ৪৪ ডলার, যা টাকার অঙ্কে ৫ হাজার ২৫৪ টাকা, এসি সিট ৩৩ ডলার, যা টাকার অঙ্কে ৩ হাজার ৪১৫ টাকা আর এসি চেয়ার ২২ ডলার যা টাকার অঙ্কে ২ হাজার ৭৭৭ টাকা। বলা হচ্ছে, মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে রাতে ছেড়ে যাবে বলে মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা বেডিং ভাড়া যোগ করা হয়েছে।
অন্যদিকে মৈত্রী এক্সপ্রেসে এসি সিট ৩ হাজার ৬০৫ টাকা, এসি চেয়ার ২ হাজার ৫৭০ টাকা। আর বন্ধন এক্সপ্রেস খুলনা- কোলকাতার ভাড়া এসি সিট ২ হাজার ৫৫২ টাকা, এসি চেয়ার ১ হাজার ৫৩৫ টাকা। তবে পাঁচ বছরের নিচে সকল শিশুদের ভাড়া ৫০ শতাংশ কমে নির্ধারণ হবে।
একজন প্রাপ্তবয়স্ক যাত্রী অনধিক সর্বোচ্চ দুইটি লাগেজে ৩৫ কেজি আর অপ্রাপ্ত বয়স্ক ৫ বছর বয়সী যাত্রী সর্বোচ্চ ২০ কেজি মালামাল বিনা মাশুলে নিজে বহন করতে পারবে। প্রাপ্তবয়স্ক যাত্রীর ক্ষেত্রে ৩৫ কেজির ওপরে ৫০ কেজি হলে ২ মার্কিন ডলার মাশুল দিতে হবে। আর এর থেকে বেশি হলে অতিরিক্ত ওজনের জন্য ১০ ডলার অতিরিক্ত মাশুল দিতে হবে। আর অপ্রাপ্ত বয়সীদের ক্ষেত্রে ২০ কেজির বেশি ৩৫ কেজি হলে ২ মার্কিন ডলার মাশুল দিতে হবে আর তার বেশি হলে দিতে হবে অতিরিক্ত ১০ ডলার।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে যাত্রা শুরু করে ‘মৈত্রী এক্সপ্রেস’। ওই যাত্রার উদ্বোধন করেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। দীর্ঘ ৪৩ বছর পর দুই দেশের মধ্যে এ ট্রেন যাত্রার সূচনা হয়েছিল। ঢাকা- কোলকাতা পথে সপ্তাহে মৈত্রী এক্সপ্রেসের দশ ট্রিপ আসা- যাওয়া করত। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মৈত্রী ঢাকা থেকে সপ্তাহে পাঁচ দিন ছেড়ে যায়। শুক্রবার/শনিবার, রবিবার/ সোমবার এবং মঙ্গলবার/ বুধবার ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যেত। আর কোলকাতা থেকে শুক্র/ শনি, মঙ্গল/ বুধবার ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে।
২০১৭ সালের ১৬ নভেম্বর খুলনা-কোলকাতা পথে ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচলের সূচনা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কোলকাতার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে একদিন করে চালু হলেও পরে বাড়ানো হয় উভয় ট্রেনের ট্রিপ।
এটি প্রথম দিকে বাংলাদেশের খুলনা থেকে প্রতি বৃহস্পতিবার ছেড়ে যেত এবং দুপুরে কোলকাতা যাত্রা শুরু করে বন্ধন। এরপর পেট্রাপোল, যশোরের বেনাপোল হয়ে যশোর হয়ে খুলনা পৌঁছায়। এছাড়া এই ট্রেনে এক্সিকিউটিভ চেয়ার ও এসি চেয়ারের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ- ভারতের বন্ধুত্বের প্রতীক হিসেবে দুই দেশের মধ্যে চালু করা তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। ঢাকা- জলপাইগুড়ি পথে চলাচলের উদ্দেশ্যে ২০২১ সালের ২৭ মার্চ এই ট্রেন সার্ভিস চালু করা হয়। এটি ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে ভারতের শিলিগুড়ির নিউ জলপাইগুড়িতে গিয়ে থামবে। মিতালী উদ্বোধনের পর এবারই যাত্রী পরিবহন করতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।