সংবাদ সম্মেলনে বাংলাদেশকে চরম অপমান করলো অস্ট্রেলিয়া!

Australia

স্পোর্টস ডেস্ক : খেলা মানেই সৌন্দর্য আর সৌহার্দ্য; খেলার ময়দান দুই দলের রণাঙ্গনে রূপ নিলেও খেলার আগে দু’দলই থাকে বন্ধুপ্রতীম। সংবাদ সম্মেলনে কুশলাদি বিনিময়, একসাথে দাঁড়িয়ে ছবিতে পোজ দেয়া, এখনকার স্পোর্টসের কমন কার্টেসি।

Australia

তবে কোনো এক দৈব কারণে অস্ট্রেলিয়া ফুটবল দল যেন ঘটালো তার ব্যতিক্রম। এক মিনিটের জন্য পুরো সৌজন্যের সমঝদার আয়োজন হয়ে গেলো দৃষ্টিকটু। সৌজন্যের চেয়ে সময়ের মূল্য বেশি নাকি ক্যাঙারুর দেশের মানুষদের নাকটা একটু উঁচু সে নিয়েও তাই উঠলো প্রশ্ন।

ঘটনাটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের। ফুটবল রীতি মেনেই দুই দলের কোচ আর অধিনায়কের একসাথে ফটোসেশন করার কথা ছিলো। শুরুতে অস্ট্রেলিয়া সংবাদ সম্মেলন করে। শেষ হতেই বাফুফের মিডিয়া অফিসার অজি কোচকে এক মিনিট অপেক্ষা করার অনুরোধ জানান। তবে তাসমান পাড়ের কোচের পা হয়তো আসমানে, ৬০ সেকেন্ডের মূল্যকে তিনি অমূল্যই প্রমাণ করলেন। যেন মনে করালেন শৈশবে বইয়ে পড়া সেই প্রবাদ বাক্যটাই, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তেমন করেই কি অস্ট্রেলিয়া ফুটবল দলের কোচ কারো জন্য অপেক্ষা করেন না?

তাই তো বাংলাদেশের ফুটবল দলের কোচ কাবরেরার আর অধিনায়ক জামাল ভুঁইয়া আসার আগেই নিজেদের অনুশীলনে চলে যান অস্ট্রেলিয়ার কোচ এবং অধিনায়ক।

ঘটনাটা হয়তো এতোটা চোখে লাগতো না, যদি আগেও অজিদের এমন নজির না থাকতো। এর আগেও তারা আসমানে পা দেয়া কাণ্ড ঘটিয়েছে। রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে ২০১৫ সালেও বাংলাদেশ খেলতে আসা নিয়ে করেছে অনেক টালবাহানা।

প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে, পিছিয়ে অর্থে এবং ধনেও, তাই হয়তো করা যায় এমন যথেচ্ছাচার। বড়দের বড়োত্ব বোঝাতে এমন সময়ের মূল্য আর নিরাপত্তাই আসল জাতীয় রচনা পড়ানোটা হয়তো সময়ের ট্রেন্ড। অথচ উল্টোটাও হতে পারতো, বৃহৎ বৃক্ষের তো ঝুঁকে পড়ার কথা বিনয়ে। বড়দের উদারতাতেই তো নবীনরা শেখে, আর বড়দের ঔদ্ধত্যে বিপরীতটাই ঘটে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে অস্ট্রেলিয়া। লাল-সবুজরা রয়েছে ১৮৪তম স্থানে। ১৬০ ধাপ এগিইয়ে দলটার সাথে তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রতিবারই একতরফা ভাবে ম্যাচটা জিতে নিয়েছে সকারুজরা । ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে ৫-০ আর ৪-০ গোলে হারতে হয়েছিল। গেল নভেম্বর মেলবোর্নে ৭-০ গোলে লজ্জার হার জামালদের।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ‘আই’ গ্রুপে চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে বাংলাদেশের এক পয়েন্ট। বৃহ্স্পতিবার বিকাল পৌনে ৫টায় মুখোমুখি হবে দুই দল।