বাংলাদেশ আমার কাছে এক আত্মার আত্মীয়: ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক : অনন্য মামুন ও অভিনন্দন দত্তের পরিচালনায় যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পর্শ’তে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ সিনেমায় ঢাকার চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্ত

শনিবার ঢাকার নিকেতনের ফিল্ম ক্লাবে সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আসন্ন সিনেমা নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার পাশাপাশি বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা জানান ঋতুপর্ণা।

প্রথমেই ‘স্পর্শ’ সিনেমা নিজের প্রত্যাশা সম্পর্কে ঋতুপর্ণা বলেন, “বেশ অনেক দিন বিরতি দিয়েই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। আগে যেসব যৌথ প্রযোজনার ছবি হয়েছে, মোটামুটি সব ছবিই ভালো গেছে। এটি নিয়েও অনেক প্রত্যাশা। কারণ, যৌথ প্রযোজনার ছবিতে গল্প থেকে শুরু করে লোকেশনসহ নির্মাণের সবকিছুতেই বৈচিত্র্য থাকে। ফলে দর্শকেরা কাজটি দেখে আরাম পান।”

সহ অভিনেতা নিরবকে নিয়ে এই অভিনেত্রী বলেন, “খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।”

১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢালিউডে পা রেখেছিলেন ঋতুপর্ণা। এ নিয়ে কতবার বাংলাদেশে এসেছেন, তার হিসাবও রাখেননি তিনি।

তিনি বলেন, “বাংলাদেশের ছবিতে আমার ২৬ বছরের পথচলা। বহু ছবিতে অভিনয় করেছি। এখানে এতবার এসেছি, এত ভালোবাসা পেয়েছি, এ দেশ যেন আমারই। ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করার সুযোগ ঘটেছে।

“এখানে আসলে আলমগীর ভাই, রুনা আপার বাসায় যাওয়া হয়। আমার ভালো বন্ধু ফেরদৌসের বাসায় না গেলে ভাবি রাগ করেন। ওমর সানী, মৌসুমীও আমার ভালো বন্ধু। বাংলাদেশ আমার কাছে এক আত্মার আত্মীয়।”

কলকাতার ‘আহারে’ সিনেমাতে বাংলাদেশের আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা। সংবাদ সম্মেলনে শুভ ও নিরবের অভিনয়ের ধরন সম্পর্কে অভিনেত্রী বলেন, “নিরবের মধ্যে রোমান্টিক লুক একটু বেশি। নিরবের মধ্যে ‘লাভেবল হিরো’র ইমেজটা আছে। শুভর মধ্যে অ্যাংগ্রি একটা ব্যাপার আছে। দুজনের রোমান্টিসিজমটা ভিন্ন ভিন্ন। তা ছাড়া হিরোদের ভিন্ন ভিন্ন ইমেজে দর্শকরাও দেখতে চায়।”

ঋতুপর্ণা সেনগুপ্ত ও নিরব হোসেন

বাংলাদেশে এখন সবচেয়ে ব্যবসাসফল নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ ঘটেনি ঋতুপর্ণার।

সে প্রসঙ্গে তিনি বলেন, “শাকিবের ছবি সেভাবে দেখার সুযোগ হয়নি। তবে তার ছবির অনেক গান শুনেছি। বাংলাদেশের অনেক নায়কের সঙ্গে তো কাজ হলো, এবার শাকিবের সঙ্গে কাজ করতে চাই। কিছুদিন আগে শাকিবের সঙ্গে কথা হয়েছে।”

আবার কবে প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধবেন- এ প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, ‘‘অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনও নাম ঠিক হয়েনি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলী। আপাতত এটুকুই থাক।’’

পঞ্চাশ পেরিয়েও নায়িকার চরিত্রে অভিনয় করে যাওয়া ঋতুপর্ণা বয়সকে বাধা মনে করেন না।

তিনি বলেন, “মেয়েদেরই এই ব্যাপারে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়। পুরুষদের বেলায় কখনোই তা হয় না। দেখুন, ভারতে রজনীকান্তের ‘জেলার’ মুক্তি পেল। তার বয়স নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। তিনি কম বয়সের মেয়েদের বিপরীতে অভিনয় করে যাচ্ছেন। শাহরুখ কাজ করছেন। কই, তাদের বয়স নিয়ে কিন্তু কোনো কথা নাই? তাদের কাজ নিয়ে আলোচনা হচ্ছে। এটাই হওয়া উচিৎ।”

বিয়ের পর আর্থিক সম্প্রীতি তৈরির ৫ টি টিপস

রোববার থেকে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ‘স্পর্শ’ র শুটিং শুরু হয়েছে।