Close Menu
iNews World
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews World
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
iNews World
Home বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উত্তোলনের পথে বাংলাদেশ
অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উত্তোলনের পথে বাংলাদেশ

Saiful IslamFebruary 19, 20244 Mins Read
Advertisement

জিন্নাতুন নূর : বাংলাদেশ বাণিজ্যিকভাবে জ্বালানি তেল আবিষ্কারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরই মধ্যে সিলেট- ১০ নম্বর কূপ থেকে জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে। এখন এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। আগামী দুই মাসের মধ্যে এই কূপে কী পরিমাণ তেল পাওয়া যাবে এবং এখানে রিজার্ভ কী পরিমাণ আছে তা আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হবে। গতকাল সিলেট- ১০ নম্বর কূপ খনন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জ্বালানি তেল উত্তোলন

সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে গত বছরের ৮ ডিসেম্বর পরীক্ষা করার সময় তেলের উপস্থিতি জানা যায়। কূপটিতে তিনটি গ্যাস স্তরের পাশাপাশি তেলের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় তেলের অবস্থান চিহ্নিত করা হয়েছে। প্রথম দিন ২ ঘণ্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে।

গতকাল সরেজমিন সিলেট- ১০ নম্বর কূপ খনন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে এই কূপে ড্রিল করেছি। বর্তমানে আরেকটি ড্রিল করার প্রস্তুতি চলছে। এই কূপে আমরা সর্বোচ্চ গভীরে পৌঁছেছি এবং সবচেয়ে বেশি গ্যাসের প্রেসার, ৬০০০ পিএসআই পেয়েছি। আমরা আশাবাদী এই কূপ হবে বাংলাদেশে জ্বালানি তেল আবিষ্কারের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কার্যকরী একটি প্রকল্প। এই কূপ ঘিরে আমাদের বিরাট পরিকল্পনা। এর সঙ্গে আমাদের বিশেষজ্ঞরা আছেন। তারা সবাই পরীক্ষিত বিশেষজ্ঞ। আরও বেশি তেলের অনুসন্ধান পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এক প্রশ্নের জবাবে তেল প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যে প্রেসারে এখন এখান থেকে তেল উঠছে এতে বোঝা যায় যে এখানে তেল আছে। তবে কী পরিমাণ রিজার্ভ আছে তা সঠিকভাবে যাচাই-বাছাই শেষে জানতে আরও দুই মাস লাগবে। অনেকে বলছেন ১১ মিলিয়ন ব্যারেল আবার কেউ কেউ বলছেন এখানে ১৫ মিলিয়ন ব্যারেল তেলের মজুত আছে। তবে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেতে চাই। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা বিষয়টি নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, তেল উত্তোলনের বিষয়ে প্রযুক্তিগত দিক দিয়ে দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রথম দিকে তেমন সক্ষমতা বা প্রযুক্তি সহায়তা ছিল না। কিন্তু এখন সেই কারিগরি সক্ষমতা আমাদের আছে। এ জন্য আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করছি। এমনকি শেভরন যে কূপ খনন করছে সেখানে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করছে। আর এই বিষয়গুলো চলে আসায় আমাদের এখানে তেল প্রাপ্তির সম্ভাবনা আরও বেগবান হবে। এ ব্যাপারে দেশীয় কোম্পানির লোকেরা রাতদিন কাজ করছে। তারা এখানে যে সাব-কন্ট্রাক্ট নিয়োগ করেছেন এবং আউটসোর্সিং করেছেন ড্রিলিং করার জন্য তারাও রাতদিন কাজ করছেন। অর্থাৎ সম্ভাবনা সবকিছুতেই ভালো দেখছি। তিনি আরও বলেন, আমরা এখানে আরও দুটি কূপ খনন করব। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষকে এই এলাকায় আরও চার-পাঁচটি কূপ খননের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, সিলেটে- ১০ নম্বর কূপটি খুবই সৌভাগ্যের। এখানে গ্যাসের চাপ ৬০০০ পিএসআই পাওয়া গেছে। পরীক্ষার সময় ২৫ মিলিয়ন উত্তোলন করার সময় চাপ ৩২০০ পিএসআই পাওয়া গেছে। অনেক কূপেই উত্তোলনের সময় চাপ কমে যায়, কিন্তু সিলেট -১০ খুবই ব্যতিক্রম। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির প্রাথমিক হিসাব বলছে, এই কূপে তেলের মজুত প্রায় ৮ মিলিয়ন ব্যারেল। যার মূল্য ৭ হাজার কোটি টাকা।

জানা যায়, প্রাথমিকভাবে এই কূপে এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি পাওয়া গেছে। পরীক্ষা সম্পন্ন হলে তেলের মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে কূপ থেকে উত্তোলিত তেল পরীক্ষার জন্য বুয়েট, ইস্টার্ন রিফাইনারীসহ তিনটি ল্যাবে পাঠানো হয়। রেজাল্ট পাওয়া গেলে আরও বিস্তারিত ধারণা পাওয়া যাবে। দিনে ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার আশা করা হচ্ছে। কূপটির গ্যাস স্তরগুলোর অবস্থান হচ্ছে ২৪৬০ থেকে ২৪৭৫ মিটার, ২৫৪০ থেকে ২৫৭৬ মিটার ও ৩৩০০ মিটার গভীরতায়। গ্যাসের মজুত হতে পারে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘনফুট। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে দৈনিক ১১৫.২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করছে। কৈলাশটিলা ৮, সিলেট ১০ এবং সিলেট-১০এক্স, ও সিলেট-১১-সহ বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। কোম্পানিটি আশা করছে চলমান কার্যক্রম ২০২৫ সাল নাগাদ শেষ হলে দৈনিক ২৫০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

কৈলাসটিলা থেকে চার মাসের মধ্যে আসবে ২১ এমএমসিএফ গ্যাস : এর আগে গতকাল সকালে কৈলাসটিলা ৮ নম্বর কূপ পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে বাপেক্সকে এই রিগটি কিনে দিয়েছিলেন। এই রিগের মাধ্যমে আমরা সিলেট অঞ্চলে ড্রিলিং করেছি। বাপেক্স সিলেট গ্যাস ফিল্ডের কৈলাসটিলা ৮ নম্বর কূপটি খনন করছে। আশা করছি চার মাসের মধ্যে এখান থেকে ২১ এমএমসিএফ গ্যাস পাইপলাইনে দিতে পারব। এই কূপে প্রায় ১.৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এখনো রিজার্ভ রয়ে গেছে। সিলেট গ্যাস ফিল্ডকে প্রায় সাতটি কূপ খনন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও পাঁচটি কূপ খনন করার কাজ চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। সিলেট গ্যাস ফিল্ড যতগুলো কূপ খনন করবে আমরা আশাবাদী আগামী দুই বছরের মধ্যে পাইপলাইনে নিয়ে আসতে পারব। আমাদের টার্গেট ৪৬টি কূপ খনন করে প্রায় ৬০০ এমএমসিএফ গ্যাস পাইপলাইনে নিয়ে আসতে পারব। বাপেক্স যেহেতু নিজস্ব রিগ এবং জনবল দিয়ে এ কূপগুলো খনন করছে এ জন্য এ গ্যাস আমরা সাশ্রয়ে পাব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অর্থনীতি-ব্যবসা উত্তোলনের জ্বালানি তেল পথে বাণিজ্যিকভাবে বাংলাদেশ
Related Posts
আয়কর রিটার্ন

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়

December 28, 2025
সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন রেকর্ড

December 28, 2025
পাঁচটি ব্যাংকের আমানতকারী

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

December 26, 2025
Latest News
আয়কর রিটার্ন

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়

সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন রেকর্ড

পাঁচটি ব্যাংকের আমানতকারী

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

Gold

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

টাকা বাড়ানো

টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

Islami-Bank-PLC

ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত

নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

ব্যাংক

শনিবার খোলা থাকবে ব্যাংক

Taka-

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংকগুলো, জেনে নিন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.