স্পোর্টস ডেস্ক : মাস দুয়েক আগে নেপালকে ২-১ গোলে হারিয়ে উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশের নারীরা। টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট জেতার পর এখন ছুটিতে সাবিনা খাতুনরা।
দীর্ঘ ছুটি শেষে জানুয়ারিতে ক্যাম্প শুরু হবে বাংলাদেশ নারী দল। কারণ ফিফার ফেব্রুয়ারি উইন্ডোতে সাবিনাদের প্রীতি ম্যাচ খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে লক্ষ্যে তারা সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি বাফুফের প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবে সরাসরি ‘না’ করে দিয়েছে। তাই এখন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দিকে ঝুঁকছেন কর্তারা।
বাফুফে সূত্রে জানা গেছে, সৌদি আরব না করে দেওয়ার পর মালয়েশিয়া ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনে চিঠি দিয়ে প্রস্তাব করা হয়েছে। এই দুই দেশের জবাবের অপেক্ষায় রয়েছে বাফুফে। দুই দেশের কেউ রাজি থাকলে ঢাকায় কিংবা সিলেটে হতে পারে প্রীতি ম্যাচ। নতুন বছরে নারী দলের প্রধান অ্যাসাইনমেন্ট জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই। তার আগে প্রীতি ম্যাচের ফিফা উইন্ডো রয়েছে ফেব্রুয়ারি, মার্চ-এপ্রিল, মে-জুন ও জুন-জুলাইয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।