বাংলাদেশকে টসে হারিয়ে শিরোপা জিতল ভারত

শিরোপা হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। চার জাতির এই প্রতিযোগিতায় ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা উৎসব করেছে ভারতীয় মেয়েরা।

শিরোপা হাতছাড়া বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। টুর্নামেন্টটির দ্বিতীয় আসরেও মুখোমুখি হয় দুই দল। যেখানে ম্যাচটির ফলাফল নির্ধারণ করা হয় টসে।

টস ভাগ্যে হেরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে লাল-সবুজের জার্সিধারীরা। আর টসে জিতে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ভারত।

ম্যাচের শুরুতেই আজ গোল হজম করে স্বাগতিকরা। এরপর পিছিয়ে থেকে বার বার ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করে বাঘিনীরা। তবুও দেখা মিলে না কাঙ্ক্ষিত গোলের।

তবুও চেষ্টা চলে বাংলাদেশের মেয়েদের। শেষ পর্যন্ত গোলের দেখাও পায়। আজও বাংলাদেশের হয়ে গোল করেন সাগরিকা। প্রথম পর্বে যিনি এই ভারতেরই বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতিয়েছিলেন বাংলাদেশকে। এই গোলে ৮ মিনিটেই পিছিয়ে পড়া বাংলাদেশ ফিরল সমতায়। ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারও শেষ হয় সমতায়। দুই দলই ১১টি করে মোট ২২টি শট নেয়। যেখানে সবগুলোই গোল হয়। ১১-১১ সমতায় টাইব্রেকার শেষ হলে টসের সিদ্ধান্ত নেন রেফারি। সেখানে হেরে যায় বাংলাদেশ। টসের কাছে স্বপ্নভঙ্গ হয় সাগরিকাদের।