স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অনন্য একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে মোট আটটি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ প্রত্যেকে দুটি করে ছক্কা মেরেছেন।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে ৭টি ছক্কা হাঁকিয়েছিল। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি ছক্কা হাঁকিয়েছিল টাইগাররা। আর ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়টি ছক্কা মারে টাইগারর ব্যাটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।