জুমবাংলা ডেস্ক : দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা বেড়েছে বাংলাদেশের আম। স্বাদে গুণে অনন্য হিমসাগর, ল্যাংড়া, আম্রপলিসহ বিভিন্ন জাতের আম যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন, কানাডা, সৌদি আরব, কুয়েত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হচ্ছে।
জানা যায়, প্রতিবছর বিপুল পরিমাণ আম রপ্তানি হয়। মাত্র ৪ বছরের ব্যবধানে আম রপ্তানি বেড়েছে ৪ গুণ। এছাড়াও গত মে মাস পর্যন্ত শেষ ১১ মাসে দেশের ব্যবসায়ীরা আকাশ পথে ৯৮০ টন আম বিদেশে পাঠিয়েছেন। যদিও বর্তমানে বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান ১ম।
স্থানীয় আম চাষিরা জানিয়েছেন, বিশ্বব্যাপী হলুদ জাতের আমের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশি আম পাকার পরও সবুজ থাকার কারণে চাহিদা কিছুটা কম। তবে হলুদ জাতের আম উৎপাদনে গবেষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।