জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবন ও এর আশপাশের ধানখেতে চারদিন ধরে বিচরণ করছে একটি নীলগাই। বিরল এ প্রাণীটি দেখতে শহর ও বিভিন্ন গ্রাম থেকে আসা উৎসুক জনতা ভিড় করছে। এক বছর আগেও একটি নীলগাই ভারত সীমান্তলাগোয়া এ শালবনে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এসেছিল।
বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের কৃষক মো. আবুল হোসেন গতকাল দুপুরে জানান, গত শনিবার ভোর ৬টার দিকে কাজ করতে গিয়ে তিনিই প্রথম ধূসর রঙের নীলগাইটিকে ধানখেতে ছোটাছুটি করতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক ধর্মপুর বিটের বন কর্মকর্তাকে জানান। কেননা গত বছর আসা নীলগাইটি গ্রামবাসীর হাতে আহত হয়ে মারা যায়।
ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী জানান, আবুল হোসেনের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসী যেন কোনোভাবেই নীলগাইটির কোনো ক্ষতি করতে না পারে, ধাওয়া বা বিরক্ত না করে—এ বিষয়ে স্থানীয় মসজিদে মসজিদে সচেতনতামূলক প্রচারও করেন।
তিনি জানান, গত বছরের ১৬ মার্চও এ ধরনের একটি নীলগাই বাংলাদেশের শালবনে ঢুকে পড়েছিল, কিন্তু শত বাধার মুখেও দিনভর গ্রামবাসী সেটিকে ধাওয়া করে ধরার চেষ্টা চালায়। এতে আহত হয়ে বিরল প্রাণীটি প্রাণ হারায়।
এদিকে এলাকাবাসী জানায়, গত চারদিন নীলগাইটি কখনো ধানখেতে কখনো শালবনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। দিনাজপুর শহরসহ বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা এটিকে দেখতে ধর্মপুর শালবনসহ আশপাশের এলাকায় ভিড় করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।