জুমবাংলা ডেস্ক : ঢাকার মানুষ বিএনপির গণমিছিল নয়, বরং মেট্রোরেল নিয়ে আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, পুরো বাংলাদেশ মেট্রোরেল জ্বরে আক্রান্ত। এ অবস্থায় জনগণ বিএনপির কর্মসূচি নিয়ে ভাবছে বলে মনে হয় না।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিগগিরই ভারতের একটি ক্রুজ শিপ বাংলাদেশে আসছে। এ বিষয়ে কাস্টমস, ইমিগ্রেশনসহ কয়েকটি ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। এসব বিষয়ে কাজ করতে দেশটির একটি প্রতিনিধি দল চাঁদপুর, বাগেরহাট ও মোংলা পরিদর্শন করবে। সেসব বিষয় নিয়ে প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া ভিসা জটিলতা নিয়েও কথা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্যবাহী রুশ জাহাজ ‘উরসা মেজর’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, বিধি-নিষেধের তথ্য আমাদের জানা ছিল না। এখন বিষয়টি স্পষ্ট হওয়া সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে রূপপুর পারমাণবিক প্রকল্পের পণ্য নিয়ে আসা রুশ জাহাজটিকে মোংলা বন্দরে ঢুকতে দেয়নি সরকার। ওই জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সেটিকে ভিড়তে দেওয়া হয়নি বলে মস্কোকে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকার এ অবস্থান ‘গ্রহণযোগ্য নয়’ বলে বার্তা দেয় মস্কো। তবে রাশিয়ার প্রস্তাব গ্রহণ না করে জাহাজটিকে দেশে ফেরত যেতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।