স্পোর্টস ডেস্ক : প্রায় বিদায় নেয়ার শঙ্কা থেকে হঠাৎ করেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন পেয়েছে নতুন প্রাণ। যে আফগানিস্তানের জন্য লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ, সেই তারাই এবার প্রতিপক্ষ। সেন্ট ভিনসেন্ট নিয়ম রক্ষার ম্যাচ জেনে পৌঁছালেও টাইগারদের জন্য এখন তা মহাগুরুত্বপূর্ণ।
ভারতের কাছে অস্ট্রেলিয়া হারায় এখন বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ একদম সহজ। অজিরা হেরেছে ২৪ রানে। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৬০ রান করে, সেক্ষেত্রে ৬২ রানে জিতলেই সেমিফাইনালে চলে যাবে।
আফগানদের বিপক্ষে নামার আগে যে পরিসংখ্যান টাইগারদের আশা দেখাতে পারে তা হচ্ছে, বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
ওয়ানডেতেও তিন দেখায় শতভাগ জয়। যদিও টি-২০ ফরম্যাটে এগিয়ে আফগানরা। এগারো দেখায় ব্যবধান ছয়-চার। বিশ্বকাপের সেমিতে খেলার তাই বড় সুযোগ বাংলাদেশের সামনে। তবুও সম্ভাবনাটা বাংলাদেশের যতটা তারচেয়ে বেশি আফগানদেরই।
আর্নস ভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এরচেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ, নবি, গুলবাদিন নাইবরা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশায়ী অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।