জুমবাংলা ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে প্রবেশ ও প্রযুক্তির উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। চীনা গণমাধ্যম সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সহায়তা করবে।
ড. ইউনূস বলেন, ‘হ্যাঁ, আমরা শিখতে চাই কীভাবে সেই জগতে প্রবেশ করতে হয়। কারণ, আমরা এআই এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে অন্তর্ভুক্ত নই।’
তিনি বলেন, এটি একটি নিত্যদিনের জিনিস হবে, এআই প্রতিদিনের কাজে আসবে। তাই, যদি চীনা প্রতিষ্ঠানগুলো এসে এটি ব্যবহার করে, আমরা খুব দ্রুত এটি শিখব এবং কীভাবে পরিচালনা, ডিজাইন এবং উন্নতি করতে হয় সে বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠব।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘চীন ও বাংলাদেশ এর থেকে উপকৃত হবে। কারণ, আপনার চারপাশে অত্যন্ত প্রতিভাবান তরুণ রয়েছে, যারা আপনাকে কী করতে হবে তা সমর্থন করে। তাই এটি আমাদের অনুপ্রাণিত করবে এবং অর্থনীতি ও সামাজিক জীবনের পরবর্তী ধাপে নিয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।