আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রিপরিষদীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক স্থায়ী কমিটি (COMSTECH) এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব লাহোর যৌথভাবে বাংলাদেশের শিক্ষার্থী ও বুদ্ধিজীবীদের জন্য একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে, রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ ও পাকিস্তান তাদের ঐতিহাসিকভাবে অস্থিতিশীল সম্পর্ক মেরামত করতে পুনরায় উদ্যোগী হয়েছে। গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এ সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু হয়েছে। হাসিনা প্রশাসনের সময়, ১৯৭১ সালের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য জামাতে ইসলামীর (জেআই) একাধিক সদস্যের বিচার প্রক্রিয়ার কারণে দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যায়।
এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) অনুসারে, এই প্রোগ্রামে ২২ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন, যিনি বিশ্বের যেকোনো স্থানে বাস করেন। প্রোগ্রামে রয়েছে টিউশন ফি মওকুফ, যাতায়াতের বিমানভাড়া, সম্মানী এবং বিনামূল্যে থাকার ব্যবস্থা।
“এই ফেলোশিপ প্রোগ্রাম শিক্ষায় ও গবেষণায় মুসলিম বিশ্বের মধ্যে সেতুবন্ধন গড়ার প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ,” বলেন কমস্টেকের কো-অর্ডিনেটর জেনারেল মুহাম্মদ ইকবাল চৌধুরী।
তিনি আরও বলেন, “বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বিনিয়োগের মাধ্যমে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা সমসাময়িক সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবে।”
আবেদনের শেষ তারিখ: যোগ্য প্রার্থীরা ১ মার্চ পর্যন্ত এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।