স্পোর্টস ডেস্ক : পাকিস্তান মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে তেমন কোনো চমক নেই। নিয়মিত ক্রিকেটাররাই আছে স্কোয়াডে।
অবশ্য ঘরের মাঠে এই সিরিজের দলে দুই নতুন মুখের জায়গা হয়েছে।
তাঁরা হচ্ছেন, নিশিতা আক্তার নিশি ও শরীফা খাতুন। দুজনই অফ স্পিনার। তিন ম্যাচের এই সিরিজটি হবে চট্টগ্রামে। আগামী ২৫ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে।
এক দিনের বিরতি দিয়ে ২৭ অক্টোবর দ্বিতীয় ও ২৯ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।