স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাসুম আহমেদ ও নাহিদ রানাকে ছাড়াই। ভিসা জটিলতার কারণে তারা দলের সঙ্গে প্রথমে আরব আমিরাতে যেতে পারেননি। মূল দলের ১৩ জন ক্রিকেটার এবং কোচিং স্টাফ গত শনিবার ও রোববার দুই ভাগে আমিরাতে পৌঁছালেও, নাসুম ও নাহিদকে দেশে অপেক্ষা করতে হয়।
বিসিবি জানিয়েছে, ভিসা সমস্যা কেটে যাওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তারা আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রথম ওয়ানডেতে এই দুই ক্রিকেটার না থাকায় একাদশ সাজাতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। ১৫ সদস্যের মূল স্কোয়াড থেকে ১৩ জনের মধ্যে দল গঠন করতে হয়। আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডের জন্য তাদের পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশ দলের জন্য ভালো সংবাদ।
আসন্ন সিরিজে সাকিব আল হাসান না থাকায় বাঁহাতি স্পিনার হিসেবে দলে নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়। ওয়ানডে ফরম্যাটে তার অভিজ্ঞতা ও দক্ষতা বেশ কাজে আসবে বলে আশা করা হচ্ছে। ১৫ ম্যাচে ৪.৫৩ ইকোনমিতে ১২ উইকেট নেয়া এই স্পিনার দলের স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অন্যদিকে, তানজিম হাসান সাকিবের চোটের কারণে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। যদিও অভিষেকের আগেই তাকে কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখন তিনি দ্রুতই দলের সঙ্গে যুক্ত হয়ে মাঠে নামতে পারবেন বলে আশাবাদী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।