Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া কাপে খেলছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে টাইগাররা। তবে প্রথম ম্যাচ হেরে কোনঠাসা টাইগাররা। কেননা সুপার ফোরে উঠতে হলে আজ বাঁচা-মরার ম্যাচ।
এই টুর্নামেন্টের বাইরে বাংলাদেশ দল নিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে তিনি টাইগারদের একটি পুরনো ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় দলের কয়েকজনকে ক্রিকেটার মাঠে নামাজ আদায় করছেন। নামাজের ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের সময়কার এই ছবিটি বলে ধারণা করা হচ্ছে। তবে এই ছবি শেয়ার করে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশ তাবলিগ জামাত টিম’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।