স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজের আসার কথা ছিল কেবল কলকাতায়। কিন্তু বাংলাদেশি ভক্তদের ভালোবাসার টানে তিনি কলকাতা যাওয়ার আগে ১১ ঘণ্টার সফরে আজ সোমবার ভোরে ঢাকায় আসেন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নিয়ে অংশ নেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রোগ্রামে। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এমপি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। এছাড়াও আরও অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় তাকে কয়েকটি জিনিস উপহার দেওয়া হয়। সেই তালিকায় আছে পাটের তৈরি নৌকা, বঙ্গবন্ধুর বই ও বাজপাখি।
এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৈরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’
এর আগে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট এর চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব ফেসবুকে এক পোস্টে বাজপাখির বিষয় নিয়ে লিখেছিলেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজপাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজপাখিকে স্বাগত।’
ঢাকায় সংক্ষিপ্ত সফর শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিবেন মার্টিনেজ। সেখানে থাকবেন তিনদিন। অংশ নিবেন বিভিন্ন প্রোগ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।