স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের হকিতে ভারতের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ হকি দল। ৪১ বছর পর এমন ব্যবধানে বাংলাদেশকে হারাল ভারত। সবশেষ বাংলাদেশকে ১২-০ গোলে ভারত হারিয়েছিল ১৯৮২ সালের দিল্লি এশিয়াডে।
তবে এশিয়ান হকিতে বাংলাদেশের বড় দুটি পরাজয় দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ ১৯৭৮ সালে নিজেদের প্রথম এশিয়ান হকিতে খেলতে গিয়ে ১৭-০ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে। এরপর ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ১৪-০ গোলে হারে বাংলাদেশ। এই দুইটিই এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।
সোমবার গুয়াংশু কানাল পার্ক স্টেডিয়ামে জোড়া হ্যাটট্রিক করেছেন ভারতের হারমানপ্রিত সিং ও মানদ্বিপ সিং। জোড়া গোল করেছেন অভিষেক, বাকিগুলো ললিত কুমার, অমিত রোহিদাস, নীলাকান্ত শর্মা ও গুরজান সিং-এর। ৬ অক্টোবর ওমানের বিপক্ষে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।