স্পোর্টস ডেস্ক : দেশের বাইরে ট্যুরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, অথচ দেশে সেই খেলা সম্প্রচার হচ্ছিল না। বিষয়টি নিয়ে হতাশ হয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। অ্যান্টিগা টেস্টের শেষ দুইদিন বিসিবি নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে ফেসবুকে খেলা দেখিয়েছিল। সেটা তো আর বেশি মানুষ দেখতে পারেননি।
অবশেষে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার ম্যাচগুলো। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে পরবর্তী ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক খেলার চ্যানেল টি-স্পোর্টস।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে টি-স্পোর্টস।
স্বাগতিক হিসেবে বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজের সম্প্রচার স্বত্ব ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাদের কাছ থেকে স্বত্ব কিনলেও দেশের কোনো চ্যানেলের কাছে বিক্রি করতে পারছিল না বাংলাদেশের প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট। ফলে দুই দলের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।