স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানের পরিবর্তে খেলছেন তাওহিদ হৃদয়।
দুই দলের জন্যই এটি বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। একদিকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে চায় পাকিস্তান। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে চায় বাংলাদেশ। তাই দুই দলই চায় যেকোনো মূল্যে এই ম্যাচে জিততে। ফলে লড়াইটা সেয়ানে সেয়ানে হবে বলেই ধারণা করা যাচ্ছে। বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ১টি। শেখ মেহেদী হাসানের বদলে নেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।
অন্যদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন ৩টি। শাদাব খান, ইমাম উল হক এবং মোহাম্মদ নওয়াজকে বাদ দিয়েছে তারা। একাদশে নেওয়া হয়েছে ফখর জামান, সালমান আলী আঘা এবং উসামা মীরকে।
বর্তমানে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান অবস্থান করছে ৭ নম্বরে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তান : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।