সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : “যতদিন আমরা থাকবো মাথা উচু করে থাকবো। এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঘুরে দারিয়েছি। যতদিন আমরা মুক্তিযুদ্ধরা থাকবো, মুক্তিযুদ্ধোরা বেঁচে থাকবে। ততদিন আমরা কোন অন্যায় হতে দিবোনা। এখানে ষড়যন্ত্রের মাধ্যমে কোনকিছু হতে দিবোনা। আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ দেখতে পারি এবং একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে।”
শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জে মহান মুক্তিযুদ্ধে হরিণা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমনের ওপর নির্মিত মুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি একথা বলেন।
মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা নবনির্মিত তদন্ত কেন্দ্র চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “এদেশে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যতদিন আমরা মুক্তিযোদ্ধারা থাকবো, মুক্তিযুদ্ধোরা বেঁচে থাকবে। ততদিন আমরা কোনো অন্যায় হতে দিবো না। এখানে ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কিছু হতে দিবো না। আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ দেখতে পারি। একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে এই বাংলাদেশ। এদেশের জনগণ সবাইকে চিহ্নিত করেছে। জনগণ ইতিমধ্যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোন ষড়যন্ত্র এখানে কাজ হবে না। বিদেশীদের কাছে ধরনা দিয়েও কোন লাভ হবে না। দু-একদিনের মধ্যে টের পেয়ে যাবে তারা জনগণ থেকে সরে গিয়েছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, এমপি।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান খান জানু, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিনসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, এ সময় চরাঞ্চলের তিনটি ইউনিয়নের জনগণের নিরাপত্তার জন্য চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তদন্ত কেন্দ্রও উদ্বোধন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।